75Th pOsT


দ্বিতীয় পর্ব



বিশ্বদা

ঋষিদা

বিদিশা

অয়ন

আর্যনীলদা

করণ

ভ্যানোপ্রসাদ

অপর্ণা

হাট্টিমাটিম গাছ...

স্মৃতির শহর বলতে একটাই... জলপাইগুড়ি... হাউসিং এস্টেট...

ব্যস্ত হায়দরাবাদ... একটা বইয়ের দোকানের সামনে রোজ রোজ অয়নের সঙ্গে দ্যাখা... অন্য প্রবাস...



নঁসি... আর্যনীলদার শহর...

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

অবসাদে আত্মঘাতী দুই

রবিবার শহরের দুপ্রান্তে দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি কালীঘাট থানা এলাকার, অন্যটি রিজেন্ট পার্কের। পুলিশ জানিয়েছে, কালীঘাটে মৃত যুবকের নাম হেমন্তকুমার শী (২৩)। বাড়ি রূপনারায়ণ নন্দন লেনে। এদিন ভোররাতে তাঁর ঘরের আলো জ্বলতে দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। তারপর ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন বাড়ির লোকজন। পুলিশ জানিয়েছে, হেমন্তের এক আত্মীয়ের একটি ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা আছে। সেখানেই তিনি কাজ করতেন। মৃত্যুর কারণ পরিষ্কার না হলেও মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই পুলিশের অনুমান। পুলিশ সূত্রের খবর, তাঁর ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। ডায়েরির লেখা থেকে পুলিশের অনুমান, হেমন্ত দীর্ঘদিন ধরে ভালো চাকরির চেষ্টা করছিলেন। পাশাপাশি মাল্টিমিডিয়ার কোর্স করার ইচ্ছা থাকলেও কোথাও সুযোগ পাচ্ছিলেন না। নিজে ভালো চাকরি জোগাড় করতে না পারায় হেমন্ত মানসিক অবসাদে ভুগছিলেন বলে তদন্তকারী অফিসারদের অনুমান।
                      এদিকে এদিন বিকেলে রিজেণ্ট পার্কের পূর্ব আনন্দপল্লির বাড়িতে এক কিশোরীর ওড়না দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই কিশোরী অশোকগড় বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। তার বাবা রাস্তায় পরোটা বিক্রি করেন। এদিন দুপুরে ওই কিশোরী বাড়িতে একাই ছিল বেলা সাড়ে ৩টে নাগাদ কিশোরীকে ঝুলন্ত অবস্থায় ঊদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর সঙ্গে একজনের প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়াতেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে।

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =